• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটের সোনাখালী স্লুইচ গেট সংলগ্ন রাস্তাটির বেহালদশা : ভোগান্ত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

ফকিরহাট উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীটি খননের পর থেকে মুলঘর ইউনিয়নের সোনাখালী এলাকার  জরাজীর্ণ  স্লুইচ গেটের মধ্য দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় পূর্ব পাশের চলাচলের রাস্তার পাড় ভাঙ্গতে শুরু হয় ।

দায় সারা ভাবে স্লুইচ গেট মেরামত হলেও দেখভাল করার অভাব রয়েছে। সোনাখালীর ঐ এলাকার প্রায়  হাজারও লোকের চলাচল রয়েছে বলে স্থানীয়রা জানায়। স্থানীয়দের দাবী দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল। যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে ভৈরব নদীর পার্শ্ববতী খালের গহব্বরে। এ রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ার আগ মুহুর্তে সংস্কারের দাবী জানান ভুক্তভুগীরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাটির একপাড় খালে বিলিন হয়ে গেছে প্রায় যা কর্তৃপক্ষের তদারকি একান্ত প্রয়োজন। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে ঝুকিপূর্ণ চলাচলের সৃষ্টি হয়ে থাকে।

এ ব্যাপারে মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার  জানান,  সোনাখালীর রাস্তাটি ইটের পরিবর্তে ১ কোটি ৬০ লাখ টাকা পিচের রাস্তা পাশ হয়েছে শুধু টেন্ডারের অপেক্ষায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা