• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দৌলতদিয়া-পাটুরিয়া: পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে শত শত ট্রাক আটকে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালক ও সহকারীরা। সকালে সরেজমিন রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় এলাকা ঘুরে ট্রাকের লম্বা সারি দেখা যায়।

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও আটকে আছে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় তুলাবোঝাই যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক রোকনুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে মোড়ে এসে আটকে থাকলেও পেছনে থাকা অনেক ট্রাক চলে গেল কিন্তু আমরা পেছনেই পড়ে আছি। কি যে সমস্যায় আছি, তা বলে বোঝাতে পারব না।

খুলনা থেকে গার্মেন্টের লডবোঝাই ট্রাকচালক বাদশা বলেন, মোড়ে এসে আটকে থেকে আমাদের খাবার ও টয়লেট সমস্যায় ভুগতে হচ্ছে। কখন যে ফেরির নাগাল পাব জানি না।

এ দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান যুগান্তরকে লেন, দৌলতদিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় শত শত ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এ রুটে বর্তমান ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা