• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৭টি ফ্লাইট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বাধাগ্রস্ত হয়েছে। রবিবারভোরের দিকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটের ৭টি ফ্লাইট ঘন কুয়াশার কারণে নামতে পারেনি। দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষার করেও অনুমতি না মিলায় ফ্লাইটগুলো সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তবে সকাল ৯টা ১০ মিনিটের দিকে কুয়াশা কমে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্টোল।

এছাড়া সিলেট ও কলকাতায় অবতরণ করা বিমানগুলো যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরে আসছে। বর্তমানে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে মধ্য অঞ্চল পর্যন্ত চলমান ঘন কুয়াশা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা তেমন কমবে না, বরং কিছু জেলায় শনিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে বলেও জানায় সংস্থাটি।

রবিবারসকাল দশটা পর্যন্ত সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় এ সময়ে তাপমাত্রা রেকর্ড হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতকাল শুরু হলেও অন্য বছরের মতো তাপমাত্রা এখন পর্যন্ত তেমন কমেনি।

সম্প্রতি দক্ষিণ বঙ্গোপসাগরে নিন্মচাপ তৈরি হলেও তা ভারতের দিকে চলে যাওয়ায় বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি, তাই শীতের পরিমাণ কম। তবে ডিসেস্বরের শেষে মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ হতে পারে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা