• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘তাজরি মিন তাহতিহাল আনহার’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

শিরোনামের বাক্যাংশটি পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় অনেকবার করে এসেছে। নামাজের কেরাতে এই বাক্যাংশটি শুনলেই বুঝতে হবে যে এখানে জান্নাতের বর্ণনা করা হচ্ছে।

তাজরি মানে প্রবাহিত মিন মানে হতে তাহতিহাল মানে তার তলদেশ বা তার নিচে

আনহার মানে নহর বা ঝর্ণাসমূহ

তাহলে- ‘তাজরি মিন তাহতিহাল আনহার’ মানে দাঁড়াল; তার তলদেশ হতে প্রবহমাণ নহর বা ঝর্ণাসমূহ।

‘ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।’

অর্থাৎ : ‘আর (হে হাবিব!) আপনি সেসব লোকদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করছে। তাদের জন্যে রয়েছে (বেহেশতের) উদ্যানসমূহ, যার তলদেশে স্রোতধারা বা ঝর্ণাসমূহ প্রবাহিত। 

আশাকরি, এখন থেকে নামাজের কেরাতে তাজরি মিন তাহতিহাল আনহার শুনলেই বোঝা যাবে যে, এখানে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণার কথা বলা হচ্ছে, কেমন!

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সেই ঝর্ণার জলধারার পাশে বসে জান্নাতের নাজ-নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুন। আমিন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা