• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইফতারে নবীজি (সা.) এর সর্বাধিক পছন্দনীয় খাদ্য

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

ইফতার (আরবি: إفطار‎‎ ইফ্‌ত্বার্) হচ্ছে, রমজান মাসে মুসলিমগণ সারাদিন রোজা রাখার পর, সূর্যাস্তের সময় যে খাবার গ্রহণ করেন।

ইফতারির জন্য নির্দিষ্ট কোনো খাদ্য বা পানীয়কে ইসলাম নির্ধারিত করেননি। নিজেদের খাদ্যাভ্যাস, রুচি ও সামর্থ্য অনুপাতে যেকোনো খাদ্য ও পানীয় দিয়েই ইফতার করার সুযোগ রয়েছে।

তবে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতারের জন্য খেজুর ও পানিকে সর্বাধিক পছন্দ করেছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন রোজা রাখবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে। কেননা পানি পবিত্রতা আনায়ন করে।’ (আবু দাউদ ২৩৫৭)

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি পাকা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে। আর যদি তা-ও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন।’ (আবু দাউদ ২৩৫৮)

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা