• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

টুইটারের নতুন সিইও পরাগ আগারওয়াল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন সংস্থাটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা পরাগ আগারওয়াল। টুইটার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলুর।

এর আগে টুইটারের সিইও জ্যাক ডরসি ২৯ নভেম্বর রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে নিজের পদত্যাগের কথা জানান।

টুইটারের সাবেক সিইও ডরসি বলেন, আমি টুইটার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি কোম্পানিটি তার প্রতিষ্ঠাতাদের ছাড়া এগিয়ে যেতে প্রস্তুত। টুইটারের সিইও হিসেবে পরাগের প্রতি আমার গভীর আস্থা রয়েছে। 

‘গত দশ বছরের বেশি সময় ধরে তার কাজ ছিল অনুপ্রেরণামূলক। আমি তার দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এটি তার নেতৃত্ব দেওয়ার সময়’, যোগ করেন ডরসি।

পরাগ আগারওয়াল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তিবিদ। তিনি টুইটারের সঙ্গে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে।  ২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন পরাগ। এবার পেলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা