• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ডাক্তার খুঁজে পেতে সহায়তা করবে গুগল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১  

স্বাস্থ্যতথ্য সেবা প্রসারিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি গুগল তাদের অনুসন্ধান বাটনে একটি নতুন ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ডাক্তাররা তাদের অফিসে কোন কোন ভাষায় কথা বলতে পারেন তার একটি তালিকা তৈরি করতে পারবে। এই তালিকা কেউ গুগলে অনুসন্ধান করলে প্রদর্শিতও হবে।

যারা ইংরেজি ব্যতীত অন্য ভাষায় কথা বলেন তারা প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করতে সমস্যায় পড়েন এবং বাজে চিকিৎসা পাওয়ার ঝুঁকিতে থাকেন। কারণ তাদের স্বাস্থ্য সেবা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হয়। কিন্তু যখন তারা প্রশিক্ষিত দোভাষী খুঁজে পান বা যখন তারা স্থানীয় ভাষায় কথা বলেন সেক্ষেত্রে তারা ভালো স্বাস্থ্য সেবা পায়।

একটি ব্লগ পোস্টে গুগল সম্প্রতি যুক্ত করা তাদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরে। ফিচারটি স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে।

এখন থেকে গুগল অনুসন্ধানে স্বাস্থ্য সেবা প্রদানকারীরা কোন কোন বিমা নেটওয়ার্কগুলো গ্রহণ করে তার একটি তালিকাও দেখা যাবে।

এছাড়াও মেডিকেয়ার প্রদানকারীদের তালিকা এখন থেকে গুগল অনুসন্ধানের মাধ্যমে মোবাইলেও দেখা যাবে। এই আপডেটে অন্যান্য আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে গুগল যা ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সহায়ক হয়েছে।

সূত্র: দ্য ভার্জ

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা