• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাইক্রোসফটের বিস্ময়কর উদ্ভাবন কার্যক্রম দেখলেন পলক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ মে ২০২২  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন ও মাইক্রোসফট টিমের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার (১৩ মে) আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ মে) যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত মাইক্রোসফটের কার্যালয়ে যান। এ সময় তিনি টেক জায়ান্ট এর হার্ডওয়ার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।

মাইক্রোসফট টিমের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি সরকারি-বেসরকারি  সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবাগুলো এবং এ সংক্রান্ত বাধাগুলো সম্পর্কে আবহিত হন৷

এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের   নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা