• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

১০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়ে সোনাজয় যুক্তরাষ্ট্রের সাঁতারুর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

১০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। বৃহস্পতিবার থেকে সেলেব ড্রেসেল একক কৃতিত্বে নিজের নামটি জড়িয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবেও।

ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে অলিম্পিকের নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ড্রেসেল। টোকিও অলিম্পিকে যেটি তার দ্বিতীয় সোনা।

প্রতিযোগিতায় ড্রেসেল ৪৭.০২ সেকেন্ডে সাঁতার শেষ করে জিতে নিয়েছেন সোনা। রৌপ্য জেতা অস্ট্রেলিয়ার কাইল চামার্স তার থেকে পিছিয়ে ছিলেন ০.০৬ সেকেন্ডে।

৪৭.৪৪ সেকেন্ড টাইমিং নিয়ে তৃতীয় হয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির ক্লিমেন্ট কোলেসনিকভ। তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক।

গত সোমবার ৪*১০০ ফ্রি রিলেতে প্রথম লেগ জিতে দলগত সোনা অর্জন করেছিলেন ড্রেসেল। এবার তিনি প্রথমবারের মতো অলিম্পিকে জিতলেন ব্যক্তিগত ইভেন্টের সোনা।

ফ্লোরিডার এই সাঁতারু ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকেও দুটি সোনা পেয়েছিলেন। তবে সেগুলোও ছিল ৪*১০০ মিটার রিলের দলগত ইভেন্ট।

জয়ের পর তাই কান্না ধরে রাখতে পারেননি ড্রেসেল। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু বলেন, ‘আমার জন্য কঠিন একটা বছর গেছে, সত্যিই কঠিন। তাই এমন একটি ফল করতে পেরে... সত্যিই এটা এলো! আমি অনেক খুশি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা