• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কমনওয়েলথ গেমস বাছাইপর্ব, স্কটল্যান্ডকে উড়িয়ে হ্যাটট্রিক জয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে হ্যাটট্রিক জয় বাগিয়ে নিয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের দেয়া ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় পায় টাইগ্রেসরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটিশ দলপতি ক্যাথেরিন ব্রেস। ব্যাট হাতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। দলীয় ৬ রানেই ওপেনার আব্বি আটকেনকে হারায় তারা। সেই থেকে শুরু ব্যাটিং বিপর্যয়ের।

উইকেটের একপ্রান্ত আগলে ধরে প্রথমে সারাহ ব্রেস ও মিডল অর্ডরে ক্যাটি ম্যাকগিল লড়াই করলেও অপরপ্রান্ত থেকে মিলছিল না তেমন কোনো সাড়া। দলের হয়ে এই দুইজনের পক্ষেই কেবলমাত্র সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া। সারাহের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৯ রান। আর ম্যাকগিল করেন ২২ রান।

শেষ পর্যন্ত নিয়মিত উইকেট পতনের পর ৭৭ রানেই স্কটিশদের রানের চাকা থামিয়ে দেন সালমা-সুরাইয়ারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট ঝুলিতে তোলেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানিজিদা আক্তার মেঘলা। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানা। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুজনের অপরাজিত ৭৮ রানের জুটিতে ভর করে ২৮ বল হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ। মুর্শিদা অপরাজিত থাকেন ৫০ রানে, আর ফারজানা ২০ রানে।

সোমবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়েই নিশ্চিত হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের অবস্থান দুইয়ে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা