• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিরিজ হারের পেছনে বড় কারণ বোলারদের ব্যর্থতা : পাপন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মে ২০২২  

‘কাকে নিয়ে বলব? কী বলব? যার সাথেই বলতে যাই তারও তো মন খারাপ। সমস্যা কোথায় বুঝতেই অসুবিধা হচ্ছে’- ঢাকা টেস্ট শেষে সংবাদমাধ্যমের সামনে এমন অসহায় স্বীকারোক্তি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। জয়ের লক্ষ্যে শুরু করা টেস্ট সিরিজ বাংলাদেশ শেষ করেছে হার দিয়ে। এমন পারফরম্যান্সের পর বিসিবি প্রধানের কণ্ঠে অসন্তোষ থাকারই কথা।

চট্টগ্রাম টেস্টে ছিল জয়ের সুবর্ণ সুযোগ, যা ভণ্ডুল করে দেয় শেষদিকে লঙ্কান ব্যাটারদের দৃঢ়তা। ঢাকা টেস্টে খাদের কিনারা থেকে হার এড়াতে এমনই প্রতিরোধ প্রয়োজন ছিল বাংলাদেশের। অথচ প্রায় দুই সেশন বাকি থাকতেই বাংলাদেশ বরণ করে অসহায় পরাজয়।

বিসিবি সভাপতি মনে করেন, বাংলাদেশের সিরিজ হারের পেছনে বড় কারণ বোলারদের ব্যর্থতা। শ্রীলঙ্কার তুলনামূলক অনভিজ্ঞ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিক দলের বোলিং নিস্প্রভ ছিল, মনে করেন পাপন।

তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্ট দুটোতেই বোলিংয়ে দুর্বলতা ছিল। ওরা কত সুন্দর, শৃঙ্খলা নিয়ে বল করেছে। ওদের কিন্তু আরও ভালো ফাস্ট বোলার আছে। তারা না থাকা সত্ত্বেও তুলনামূলক নতুন, অখ্যাত, অনভিজ্ঞ দুই বোলারের কাছে আমরা যেভাবে সবগুলো উইকেট দিয়ে এসেছি… এটা অবাক হওয়ার মত। এর পেছনে কারণ এক্তাই- ওরা শৃঙ্খলা মেনে বল করেছে, লাইন লেন্থ মেনে; টেস্টে যা করা দরকার। আমরা জায়গামত বল করতে পারিনি।’

শুধু বোলিং নয়, ঢাকা টেস্টের ব্যাটিংও বেজায় হতাশ করেছে পাপনকে। তার ভাষায়, ‘যতজনের সাথে কথা বলেছি, খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ- ঢাকায় এত ভালো ব্যাটিং পিচ হওয়া সম্ভব এটা ওদের ধারণায়ই নেই। ওরা বলছে ৫০০ রান হওয়ার মত উইকেট ছিল। সে জায়গায় আমরা…’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা