• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে ৭২৯ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। 

গতরাতে শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেন সিরাজ। তার আগে এ মাসেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

২০১৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় সিরাজের। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৭৬ রান দেন তিনি। বাজে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েন।

গেল বছরের ফেব্রুয়ারিতে আবারও দলে ফেরার পর থেকে ভারতের হয়ে ওয়ানডেতে নিয়মিত পারফরমেন্স করে আসছেন এই পেসার। দলে ফেরার পর ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন সিরাজ।

গত এক বছর ধরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। সেই সাথে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ হয়েছে সিরাজের।

গেল বছরের সেপ্টেম্বর থেকে ওয়ানডে খেলছেন না বোল্ট। ৭০৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন তিনি। ৭২৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা