• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অ্যাকুরিয়ামের মাছ ধরা পড়লো পুকুরে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

মাছটির শারীরিক গঠন আকর্ষণীয়। কাঁটাযুক্ত শরীর জুড়ে তার নান্দনিক কারুকাজ। নাম সাকার মাউথ ক্যাটফিশ। শোভবর্ধণের জন্য এই মাছ অ্যাকুরিয়ামে রাখা হয়।

কিন্তু বুধবার (২৫ মার্চ) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরের এক মাছচাষির পুকুরে ধরা পড়ে সাকার মাউথ ক্যাটফিশ।

খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী মাছটিকে এক নজর দেখতে ওই মাছচাষির বাড়িতে ভিড় জমায়। এসময় অনেকেই মুঠোফোনে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। পরে মরে যাওয়ার শঙ্কায় মাছটি পৃথক একটি পুকুরে অবমুক্ত করা হয়।

জানা গেছে, ওই মাছ চাষির নাম নুরুল ইসলাম। তার বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে। বুধবার বিকালে তিনি বাড়ির একটি পুকুরে মাছ ধরার জন্য জাল টান দেন। ওই সময় পুকুরের অন্যান্য মাছের সাথে সাকার মাউথ ক্যাটফিশটি জালে উঠে আসে।

মাছচাষি নুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম বলেন ক্যাটফিশ আমরা অ্যাকুরিয়ামে দেখেছি। কিন্তু পুকুরের পানিতে এই মাছ কখনো দেখিনি। আজ বাড়ির পুরনো পুকুরে জাল টান দেয়া হলে অন্যান্য মাছের সাথে ক্যাটফিশটি জালে উঠে আসে। ডাঙায় থাকলে মাছটি মরে যেতে পারে এই আশঙ্কায় মাছটি অন্য একটি পুকুরে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর বলেন, সাকার মাউথ ক্যাটফিশ উত্তর আমেরিকা অঞ্চলের মাছ। এই মাছ অ্যাকুরিয়ামের শোভাবর্ধন করে। গৌরীপুরের পুকুরে এর আগেও ক্যাটফিশ ধরা পড়েছে। এই মাছ রান্না করে খাওয়া যায়। তবে মাছটির শারীরিক গঠন দেখে অনেকেই খেতে চায় না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা