• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আগামী মৌসুমে পিএসজিতেই থাকছেন এমবাপে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

কিলিয়ান এমবাপের দল ছাড়ার গুঞ্জন নতুন নয়। আগে থেকেই শোনা যাচ্ছে, হয়তো এই মৌসুম শেষেই প্যারিস সেন্ত জামেই ছেড়ে দেবেন ফরাসি তারকা। কিলিয়ান এমবাপে অবশ্য উড়িয়ে দিলেন সেসব কথা। পরিষ্কার করে বলেছেন, যাই ঘটুক, পরের মৌসুমে ফরাসি জায়ান্টদের সঙ্গেই তিনি থাকছেন।

সেল্টিকের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ৪-০ গোলে। ম্যাচের প্রথমার্ধের বিরতির পর বিইন স্পোর্টকে এমবাপে বলেছেন তিনি এই ক্লাবেরই অংশ, ‘আমি এখানেই থাকছি। গত চার বছর ধরেই আমি এই প্রকল্পেরই অংশ।’

পুরো মৌসুম জুড়েই এমবাপের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু ফরাসি স্ট্রাইকার জানিয়েছেন, কেন তার এখানে থাকাটা গুরুত্বপূর্ণ, ‘সামনেই ক্লাবের ৫০ বছর পূর্তি (১২ আগস্ট)। এটা ক্লাব, সমর্থক ও সবার চোখেই বিশেষ গুরুত্বপূর্ণ। তাই যাই ঘটুক না কেন, আমি এখানেই থাকছি।’

এমবাপে আরও যা ইঙ্গিত দিয়েছেন, তাতে মনে হচ্ছে পিএসজিতেই দীর্ঘায়িত হতে যাচ্ছে তার ক্যারিয়ার, ‘আমি এই দলটির জন্যই ট্রফি আনার চেষ্টা করবো। সে জন্য নিজের সেরাটা উজাড় করে দেবো।’

প্রসঙ্গত, এমবাপেকে দলে ভেড়াতে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। তবে গত সপ্তাহে স্প্যানিশ ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, এই গ্রীষ্মে বড় কোনও চুক্তি করবে না তারা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা