• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আগে দেশ ও জীবন, তারপর আইপিএল : রোহিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভাগ্য অনিশ্চিত করে দিয়েছে করোনাভাইরাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যা হবার ১৫ এপ্রিলের পরেই হবে। কিন্তু পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে যে, এই বছর আইপিএল হওয়া কঠিন।

পিটিআইকে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমাদের সবার আগে দেশের কথা ভাবতে হবে। আগে পরিস্থিতি ভালো হোক, তার পরে আমরা আইপিএলের কথা ভাবব। আগে তো জীবন স্বাভাবিক হতে হবে।'

তার আগে অবশ্য ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলেন 'হিটম্যান'। যেখানে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান সরাসরি রোহিতের কাছে জানতে চান, 'এই পরিস্থিতির মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব চেয়ে বড় প্রতিযোগিতা আয়োজন করা কি সম্ভব?'

কেপির প্রশ্নের জবাবে রোহিত তখন বলেছিলেন, 'সব কিছু আগের মতো ঠিক হয়ে গেলে আইপিএল হতেই পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। সবাই জানে সারা বিশ্ব এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সঙ্কট কেটে গেলে নিশ্চয়ই আইপিএল হতে পারে। দেখা যাক কী হয়।'

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা