• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আটকে পড়াদের আনতে ভারত যাচ্ছে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা ও চেন্নাই থেকে ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক কামরুল ইসলাম শুক্রবার (১৭ এপ্রিল) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কলকাতা থেকে আগামী ২১ ও ২৩ এপ্রিল ও চেন্নাই থেকে ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রায় ১৩শ’ বাংলাদেশি এসব ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

লকডাউনের কারণে প্রায় ২ হাজার বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সময় সংবাদকে জানিয়েছেন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় কলকাতা থেকে ও দুপুর পৌনে ১২টায় চেন্নাই থেকে এসব ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা