• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শাবিপ্রবি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

আর্ন্তজাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম 'ম্যাটার ম্যাটারস'। একই সাথে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে পেছনে পেলে বিশ্বে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছে টিম 'ম্যাটার ম্যাটারস'। রবিবার দুপুরে দৈনিক কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন টিমের সদস্য এহসান উল্লাহ। ম্যাসাচুসেটস ইন্সটিউট অব টেকনোলজির (এমআইটি) পিএইচডি গবেষকদের উদ্যোগে এ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়।

টিম 'ম্যাটার ম্যাটারস' এর সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবরাব ফাইয়াজ, শাহনিল জুলকারনাইন, ওয়াসিম কামাল, রাকিবুল আলম শামীম ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এহসান উল্লাহ। 

প্রতিযোগিতার ধরন সম্পর্কে টিমের সদস্য এহসান উল্লাহ বলেন, এ প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। ২৪ ঘণ্টায় পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিল্ড থেকে করা ৬-৭টি সমস্যা সমাধান করে ওয়েবসাইটে আপলোড করতে হয়।

টিমের আরেক সদস্য শাহনিল জুলকারনাইন বলেন, প্রতিযোগিতাটি গত ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। যার ফল আজকে প্রকাশ করা হয়। পদার্থবিজ্ঞানের অন্য সব প্রতিযোগিতার সঙ্গে এর পার্থক্য হচ্ছে এর জটিলতা। এতে পর্দাথবিদ্যার তুলনামূলক জটিল গাণিতিক সমস্যাগুলো বা বিষয়বস্তুগুলো থাকে যেমন টেনসর, ডিফারেনশয়িাল ইকুয়শেন, রিলেটিভিটি, কসমোলজি, কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি। মূলত তাত্ত্বিক পর্দাথবিজ্ঞানে গবেষণায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করাই এই প্রতিযোগিতার লক্ষ্য।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা