• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার প্রথম রোজা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) হতে পবিত্র রোজা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমিরাতের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আমিরাত ও মধ্যপ্রাচ্য ছাড়াও মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমিরাতে মসজিদসমূহ আগে থেকে বন্ধ আছে এবং এর মধ্যে সরকার তারাবির নামাজ নিজ নিজ ঘরে আদায়ের নির্দেশ দিয়েছে। আমিরাতজুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি রাত ৮টার পরিবর্তে রাত ১ টা হতে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। উক্ত সময়ে সকলই নিজ নিজ ঘরে থেকে আইনকে শ্রদ্ধা করেন।

আমিরাত সরকার রমজান উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছে। বিভিন্ন প্রদেশে কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে। সুপার মার্কেটগুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে প্রতিবারের মতো এবারই প্রথম ইফতারের বড় বড় টেন্ট হলো না। তবে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রবাসীদের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গতকাল বৃহস্পতিবার আরো ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৯১ জন সুস্থ হয়েছেন ও চারজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৭৫৬ জন, মোট সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৭ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৫৬ জন। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা