• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আরটি পিসিআর ল্যাব চালু হলো বগুড়ায়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চালু হলো আরটি পিসিআর ল্যাব। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্ববধায়নে হবে করোনা পরীক্ষার কাজ। একবারে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে। ফলাফল পেতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা। প্রাথমিকভাবে আজ ৬ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু হলো ল্যাবটির।

এতদিন বগুড়ার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলেও এখন থেকে বগুড়াসহ আশপাশের জেলার নমুনা পরীক্ষা করা যাবে এখানেই।

এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবার সুরক্ষা সরঞ্জাম পর্যাপ্ত আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এরইমধ্যে৷

এদিকে, জনবল সংকট থাকলেও করোনার নমুনা পরীক্ষা করতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব ল্যাব উদ্বোধনে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার, শজিমেক হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা