• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইতালিতে প্রাণহানি ছাড়ালো ১০ হাজার, সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

দানব হয়ে উঠছে করোনা। এরিমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার আটশোর বেশি। শুধু ইতালিতেই প্রাণহানি ১০ হাজারের উপরে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত এক লাখ ২২ হাজার ৬৬৬ জন। নিউইয়র্কে গেলো দুদিনে প্রতি ১৭ মিনিটে প্রাণ গেছে একজনের।

করোনা পরিস্থিতি সামালে যখন গোটা ভারত লকডাউনে তখন এমন দৃশ্যের দেখা মিলছে দিল্লির বাসস্ট্যান্ডগুলোতে। মোদির ঘোষিত ২১ দিনের লকডাউনে বন্ধ সব কাজ। তাই বাধ্য হয়ে দিল্লি ছাড়ছেন হাজারো শ্রমিক।

পুরো বিশ্বেই ব্যস্ততম শহরগুলো হারিয়েছে চিরচেনা রূপ। তবে কোন কিছুতেই থামছে না করোনার ভয়াবহতা। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো নাম।

করোনার হট স্পট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। বেড়েছে সংক্রমণের হার। শহরটিতে গেলো দুদিনে প্রতি ১৭ মিনিটে প্রাণ গেছে একজনের। আক্রান্তের মধ্যে রয়েছে কয়েকশো পুলিশ। এমন অবস্থায় নিউইয়র্কে বিধি নিষেধ জোরদারের কথা জানিয়েছেন ট্রাম্প।

নিউইয়র্কের পুলিশ কমিশনার ডারমোট শে বলেন, এমন পরিস্থিতির সম্মুখিন হয়নি আগে। গেলো ৪৮ ঘন্টায় তিন জন পুলিশ করোনায় মারা গেছেন। প্রাণ বাজি রেখে এই সংকট মোকাবেলায় কাজ করছি আমরা।

ইতালিতে মৃত্যুর তালিকা শুধু দীর্ঘই হচ্ছে। হাসপাতালের মর্গে আর জায়গা নেই। তাই স্থানীয় চার্চগুলোতে রাখা হচ্ছে মরদেহ। করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়েছে স্পেন, জার্মানি, যুক্তরাজ্য আর ইরানেও। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো করোনায় প্রাণ গেছে একজনের।

করোনার ছোবলে যখন গোটা বিশ্ব টালমাটাল তখন ফ্রান্সের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, আগামী মাস অর্থাৎ এপ্রিলে বিশ্বে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।  

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে বলেন, করোনার বিরুদ্ধে সামনে আরো বড় যুদ্ধ বাকি। এপ্রিলের প্রথম ১৫ দিন গোটা বিশ্বের জন্য খুব কঠিন আর গুরুত্বপূর্ণ। সামাল না দিতে পারলে মৃত্যুর মিছিল আরো অনেক দীর্ঘ হবে।

তবে করোনা সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে চীন। করোনার কেন্দ্রস্থল চীনের উহানে শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা