• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইরান-ভেনিজুয়েলা বাণিজ্য ঠেকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মে ২০২০  

মার্কিন সরকার ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক থিংক-ট্যাংক সুফান সেন্টার।

মঙ্গলবার ইরানের তেলবাহী ট্যাংকারের ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করার ঘটনা উল্লেখ করে এক বিশ্লেষণে ওই মন্তব্য করেছে সুফান।

নিজের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্লেষণে সুফান লিখেছে, এ ঘটনা প্রমাণ করছে যুক্তরাষ্ট্র তার আঙ্গিনায় অবস্থিত যে দেশটির সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা দিয়েছে, ইরান সেই দেশটিকে সহযোগিতা করে ওয়াশিংটনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে।

সুফান সেন্টারের প্রতিবেদনে বলা আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান ভেনিজুয়েলায় তেল পৌঁছে দিয়েছে। কিন্তু ইরানের এ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের তেমন কিছুই করার ছিল না।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ ঘোষণা করে সেদেশের বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইডোকে ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মাদুরো সরকারকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার ফলে ভেনিজুয়েলায় পরিশোধিত তেলের ঘাটতি দেখা দেয়ায় ইরান সম্প্রতি পাঁচটি ট্যাংকারে করে ল্যাতিন আমেরিকার দেশটিতে প্রায় ১৫ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। মার্কিন হুমকি উপেক্ষা করে এরইমধ্যে দু’টি তেল ট্যাংকার ভেনিজুয়েলার বন্দরে নোঙর করেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা