• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঈশ্বরদীতে ২৬ কিমি রেলপথে প্রথম সফল ট্রায়াল সম্পন্ন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

ঈশ্বরদী হতে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র পর্যন্ত ৬০ কেজি রেলপাত দিয়ে তৈরি ২৬ কিঃ মিটার রেল লাইনে সফলভাবে প্রথম ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। প্রকল্প পরিচালক ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মোঃ আসাদুল হকের নেতৃত্বে ও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও পাকশীর ডিইএন/২ আব্দুর রহিমের ব্যবস্থাপনায় ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। ট্রায়াল রানে অন্যান্যের মধ্যে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন, পাকশী বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মোমতাজুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ক্যারেজ আশিষ কুমার লোহ, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল ও সিআরএনবি পাকশী মোরশেদ আলমসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা