• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

এ সপ্তাহে প্রাথমিক ও মাধ্যমিকে যেসব ক্লাস হবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাথমিকের ক্লাস।

রোববার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এ সপ্তাহের ক্লাস।

করোনায় বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেওয়া হয় বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে শিক্ষার্থীদের। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার পর শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে।

প্রাথমিক ও মাধ্যমিকের এ সপ্তাহের রুটিন দেখতে ক্লিক করুন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা