• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

একদিন কাজ করেই বেতন পাবেন ৮৬ লাখ টাকা!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

টোমাস কেমারিশ একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের। এই একদিনেই প্রবল সমালোচনার কারণে পদত্যাগ করতেও বাধ্য হন তিনি।

তবে এই একদিনের কাজের জন্য বেতন স্বরুপ তিনি পেতে যাচ্ছেন ৯৩ হাজার চার ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮৬ লাখ টাকারও বেশি।

জার্মানীর স্থানীয় গণমাধ্যম ‘রিডাকসিয়ুন্স নেটৎসভ্যার্ক ডয়েচলান্ড’ বা আরএনডি এ খবর নিশ্চিত করেছে।

মুখ্যমন্ত্রী হিসেবে একদিন কাজ করলেও তিনি পাবেন পুরো মাসের বেতন যার পরিমাণ ১৬ হাজার ৬১৭ ইউরো। সঙ্গে যোগ হবে কাজের ভাতা ৭৬৬ ইউরো। যেহেতু তিনি বিবাহিত, তাই পরিবার ভাতা হিসেবেও পাবেন ১৫৩ ইউরো। অর্থাৎ সব মিলিয়ে তাঁর এক মাসের বেতন হচ্ছে ১৭ হাজার ৫৩৬ ইউরো।

আরএনডি জানিয়েছে, টুরিঙ্গিয়া রাজ্যের আইন অনুযায়ী, কেমারিশ ছয় মাসের জন্য চাকরি পরিবর্তনকালীন ভাতাও পাবেন। এই সময় প্রথম তিনমাস তিনি মাসিক বেতনের পুরোটা, আর পরের তিন মাস অর্ধেক পাবেন। 

সবমিলিয়ে কেমারিশের কপালে জুটতে যাচ্ছে ৯৩ হাজার চার ইউরো।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা