• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

এবার চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালো রাজশাহী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

প্লে-অফের চার দল নির্ধারিত হয়ে গেছে শুক্রবার রাতেই। তবে এখনও বাকি রয়েছে প্রথম পর্বের দুইটি ম্যাচ। মজার বিষয় হলো, এ দুই ম্যাচে আবার লড়বে প্লে-অফ নিশ্চিত হওয়া চারটি দলই। যার ফলে শীর্ষ দুইটি স্থান নির্ধারণের জন্য এ দুই ম্যাচের গুরুত্ব রয়েছে অনেক।

রাউন্ড রবিন লিগের শেষ দিনের প্রথম ম্যাচে বর্তমান টেবিল টপার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। আগে ব্যাট করতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।

দুই দলের প্রথম সাক্ষাতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল চট্টগ্রাম। ইমরুল কায়েসের ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই রাজশাহীর করা ১৬৬ রান টপকে যায় সবার আগে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম।

আজ প্রতিশোধ নিতে চট্টগ্রামকে আগে ব্যাট করতে পাঠালো রাজশাহী। বলা বাহুল্য, গত ৭ জানুয়ারির ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল চট্টগ্রাম।

এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮ জয়ে সবার ওপরে অবস্থান করছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৭ জয় নিয়ে নেট রানরেটের তারতম্যের কারণে রাজশাহীর অবস্থান চতুর্থ।

দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা