• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় করোনাকালে সরকারী সহায়তা বিতরণ শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১  

কচুয়া অতিমারী করোনা,পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে সরকারী সহায়তা বিতরণ শুরু হয়েছে। দরিদ্র, অসহায় ও করোনাকালে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, এপর্যন্ত কচুয়া উপজেলায় রমজান উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

৫৫হাজার ৭৫টি কার্ড যার প্রতিটি কার্ডধারীকে নগদ ৪৫০টাকা দেয়া হবে। জেলেদের জীবন যাত্রা নির্বাহের জন্য মানবিক কর্মসুচির আওতায় ভিজিএফ এর ২য় কিস্তি দুই মাসে ৪৩৬টি কার্ডের বিপরীতে প্রতিমাসে ৪০ কেজি হারে মোট ৩৪হাজার ৮শ ৮০ মে.টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। এছাড়া কোভিট-১৯ বিস্তার রোধকল্পে সার্বিক চলাচল বিধি নিষেধ আরোপ করায় কর্মহীন ব্যাক্তিদের মাঝে ৫ মে.টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। যাহা উপজেলা নির্বাহী অফিসার বিতরণ করছেন।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সরকারী বরাদ্ধ যথা নিয়মে বিতরণ শুরু হয়েছে। সরকারের এসকল সহায়তা অব্যাহত রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা