• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় চলছে লকডাউন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

কচুয়ায় চলছে সরকার ঘোষিত লকডাউনের দ্বিত্বীয় দিন। যান বাহন চলাচল সীমিত হলেও সাপ্তাহিক হাটে রয়েছে মানুষের অবাদ যাতায়াত। প্রশাসনের পক্ষথেকে বিধি নিষেধ মানার চেষ্ঠা থাকলেও তা মানতে চাচ্ছেনা সাধারন মানুষ। উপজেলা সদরে দোকানপাট সরকারী নির্দেশনা অনুযায়ী কিছুটা চললেও গ্রাম পর্যায়ে তা মানছেনা। এদিকে ধর্ম মন্ত্রনালয় থেকে তারবিহ নামাজে ২০জনের অধিক ও মসজিদে ইফতারী,সাহরী আয়োজন নিষিদ্ধ করলেও তা গ্রামের মসজিদ গুলোতে মানা হচ্ছে না।

লকডাউন বাস্তবায়ন যেন সরকারী বিষয় তেমনটাই দেখা গেছে জনসাধারনের মাঝে। এছাড়া প্রশাসন বা পুলিশের তৎপরতা জোরদার হলেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের তদবিরের কারনে অনেকটা থেমে যেতে হচ্ছে এমনটাই নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান।

যাত্রীবাহী বাস চলাচল না করলেও কিছু কিছু ব্যাটারীচালিত ইজিবাইক,ভ্যান,মোটর সাইকেল,বাইসাইকেল অবাদে চলতে দেখা গেছে। ছোট-বড় বাজার গুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম লোক সমাগম দেখাগেছে। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষথেকে লকডাউন বাস্তবায়নে তৎপরতা চললেও তা খুববেশী কাজে আসছেনা।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মানুষকে ঘরে রাখার জন্য প্রশাসনের চেষ্ঠা থাকলেও রাজনৈতিক নেতাদের পক্ষথেকে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছেনা। সরকারী নির্দেশনা তো মানুষকে বাঁচানোর জন্য, এইটুকুইতো মানুষ বোঝেনা। প্রশাসনকে আরো কঠোর হতে হবে,তানা হলে এর সুফল পাওয়া সম্ভব নয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমরা চেষ্ঠা করছি মানুষকে ঘরে রাখতে, জরুরীসেবায় ব্যবহারিত যানবাহন চলতে পারছে, লকডাউন বাস্তবায়নে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, প্রশাসনের পক্ষথেকে মাস্ক বিতরণসহ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লকডাউন বাস্তবায়নে নিজ নিজ এলাকায় তদারকি জোড়দার করার নির্দেশনা দেয়া হয়েছে।

শত চেষ্ঠা করেও যদি লকডাউনে মানুষকে ঘরে না রাখা যায়,তাহলে এর সুফল আশাকরা সম্ভব নয় বলে বিশিষ্টজনেরা মনে করেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা