• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় শিশু নির্যাতন বন্ধে মতবিনিমিয় সংলাপ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

কচুয়ায় শিশু নির্যাতন বন্ধে নীতি নির্ধারকদের সাথে মতবিনিমিয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন দেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা,গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক,উপপুলিশ পরিদর্শক মো.রবিউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন।

এসময়ে অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিপ্লব ইসহাক সরদার, বিপ্লব কুমার মন্ডল, রিপন মন্ডল উপস্থিত ছিলেন। এতে উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধি,সরকারী কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতা ও শিশু ফোরাম/শিশু প্রতিনিধি অংশ নেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা