• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা আতঙ্কে মন্দিরে মূর্তির মুখে মাস্ক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে ভারতের বেনারস (বর্তমান ভারানসি) শহরের একটি মন্দিরের বিশ্বনাথ দেবতার মূর্তিতে ফেস মাস্ক পরিয়ে দেয়া হয়েছে।এছাড়া ভক্তদের ওই মূর্তি না স্পর্শ করার আহ্বানও জানানো হয়েছে।

সোমবার মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, করোনা ভাইরাস পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।

এসময় আনন্দ পান্ডে আরো বলেন, যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে তাই আমরা মানুষদের এই মূর্তিতে স্পর্শ না করতে বলেছি। যদি মানুষ এই মূর্তি স্পর্শ করে তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে । এতে আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে।

ওই মন্দিরে প্রার্থনার সময়েও ভক্ত এবং পুরোহিতরা মাস্ক পরে প্রার্থনা করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৪৭ জন আক্রান্ত হয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা