• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা প্রতিরোধের প্রচারনায় কিশোর-কিশোরীরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

করোনা প্রতিরোধের প্রচারনায় নেমেছে শরণখোলার কিশোর-কিশোরী ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের পথচারী-ব্যবসায়ী, হাসপাতালের রোগী এবং শ্রমজীবী পরিবারের মানুষের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করে তারা।


কিশোর-কিশোরীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের এই প্রচারনায় শামিল হন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার সুমাইয়া পারভীন। তারাও পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন।


এছাড়া, দরিদ্র পরিবার লোকজন ও শ্রমজীবীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার পদ্ধতি শেখায় ফোরামের সভাপতি ইসরাত জাহান ইমা, সম্পাদক জুবায়ের ইসলাম জিসানসহ সদস্যরা। করোনা দুর্যোগ মোকাবেলায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় তারা।


ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড বাংলাদেশ, রূপান্তর এবং জেজেএস’র মাধ্যমে শরণখোলা উপজেলায় কিশোর-কিশোরী ফোরামটি পরিচালিত হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা