• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার দেবে এডিবি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার দেয়ার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার  (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এশিয়ার ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ  এ সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।  

এই অর্থ দিয়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, এন ৯৫ মাস্ক, সেইফটি গগলস, অ্যাপ্রন, থার্মোমিটার ও বায়ো-হ্যাজার্ড ব্যাগসহ স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জাম কেনা হবে। 

সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ এই তালিকা দিয়েছে। এসব জিনিস দেশে ভাইরাসটির ছড়ানো ঠেকাতে সরকারের প্রচেষ্টাকে জোরদার করবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি। 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬০ জনে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ৭২ জন।  এদের মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৩৬০ জনে। আর চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন। 

বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা