• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা মোকাবিলায় সাড়ে ৬শ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা এডিবি`র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

মহামারী করোনা মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য জরুরি ভিত্তিতে সাড়ে ৬শ' কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি।

সংস্থাটির প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, করোনা এখন বিশ্বের সবচেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে।

এডিবির সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোকে জরুরি সহায়তা হিসেবে এই অর্থ দেয়া হবে। মোট অর্থের মধ্যে ৩৬০ কোটি ডলার করোনার কারণে ক্ষতিগ্রস্ত দেশের কার্যক্রম পরিচালনায় বিশেষ করে অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ এবং আঞ্চলিক বাণিজ্য পরিচালনায় খরচ করা হবে ১৬০ কোটি ডলার।

এছাড়া ১শ' কোটি ডলার উন্নয়ন প্রকল্প এবং চার কোটি ডলার কারিগরি সহায়তা খাতে ব্যয় হবে। করোনা মোকাবিলায় এরইমধ্যে সাড়ে ২২ কোটি ডলার সহায়তা করেছে এডিবি। সংস্থাটির সদস্যভুক্ত দেশের সংখ্যা ৬৭টি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা