• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা সংক্রমন রোধে মোংলায় দোকান পাট বন্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের সংক্রমন থেকে রায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধ দোকান ব্যাতিত মোংলায় সকল প্রকারের দোকান ও মার্কেট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে আগামী ১০ দিন সকল দোকান পাট বন্ধ থাকবে বলে জানান ব্যবসায়ী নেতারা।

এর আগে বুধবার রাতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। ওই বৈঠকে একযোগে উপজেলার সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এ দিকে মরন ব্যাধী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মোংলা বন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় নৌ-বাহিনীর টহল অব্যাহত রেখেছে। মানুষ যাতে এক জায়গায় সমবেত হতে না পারে এবং বাজারে জরুরী কাজ সেরে মানুষ দ্রুত ঘরে অবস্থান নেয় সেদিকে বেশী নজর রাখছেন আইনসশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, মোংলায় বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেনটাইনে থাকা ২৩৮ জনের মধ্যে এখন ৯৪জন কোয়ারেন্টাইনে রয়েছে। বাকিরা নির্দিষ্ট সময় শেষে স্বাভাবিক জীবন যাপন করছেন। মোংলায় এখনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলেও জানায় এ কর্মকর্তা। এদিকে মোংলা বন্দরে অবস্থান নেয়া দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের পন্য খালাস স্বাভাবিক রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা