• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা: ৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে গুগল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনা ভাইরাস মোকাবিলায় ৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জন্য এই বরাদ্ধ দেওয়া হয়েছে। তাদের সহায়তায় এসব অর্থের বেশির ভাগই বিনা মূল্যের বিজ্ঞাপন দেখানো বাবদ দেওয়া হবে।
গুগল জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সরকারি সংস্থাগুলোকে বিজ্ঞাপন মঞ্জুরি বাবদ ২৫ কোটি মার্কিন ডলার দেবে। শুক্রবার (২৭ মার্চ)  গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

গুগল এর বাহিরেও আরো ৩৪ কোটি মার্কিন ডলার দেবে। ক্ষুদ্র ও মাঝারি আকারের বিভিন্ন ব্যবসা অ্যাকাউন্ট দিবে এই টাকা। এর বাইরে ২ কোটি মার্কিন ডলার ত্রাণ তহবিল এবং ছোট ব্যবসায়ের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।

গুগলের মতো একাধিক প্রযুক্তি সংস্থা তাদের বিস্তৃত আর্থিক ও প্রযুক্তিগত সম্পদকে বিশ্বব্যাপী মহামারি মোকাবিলার জন্য কাজে লাগাচ্ছে। 
 
গতকাল অ্যাপল একটি ওয়েবসাইট ও আইওএস অ্যাপ উন্মুক্ত করেছে, যা ব্যবহারকারীদের করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করার সুযোগ দেবে। এর আগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক কোটি মাস্ক বরাদ্দ করার কথা জানায় অ্যাপল।

গুগলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে, যাতে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে পারে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো ফেসবুকে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়নি। তবে করোনাভাইরাস ইনফরমেশন সেন্টার স্থাপন ও হোয়াটসঅ্যাপে হেলথ অ্যালার্ট অ্যাকাউন্ট চালু করেছে। 
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা