• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার প্রকোপ: সুরক্ষিত থাকুক আপনার বাড়িটি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সারা বিশ্বে জারি হয়েছে লকডাউন। তাই এখন প্রায় প্রত্যেকেই বাড়িতে। কিন্তু করোনার হাত থেকে আপনার বাড়িটিকেও রক্ষা করাটা প্রয়োজন। একটু অসাবধান হলেই এখন হতে পারে মারাত্মক বিপদ। নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখুন। এমনকি ঘরে যদি কোনও অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তার সমস্ত কিছু আলাদা রাখুন। যাতে নিজেদের বাড়ির মধ্যেও কোনও ভাবে দূষণ ছড়িয়ে না পড়ে। রইল কয়েকটি টিপস—

♦) করোনার প্রকোপ থেকে নিজের ঘর বাড়ি সুরক্ষিত করতে নিয়মিত ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করুন। এছাড়াও লিকুইড ব্লিচ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে জলের মধ্যে কিছুটা ব্লিচ দিয়ে দিন। ৩-৪ মিনিট এই মিশ্রণটি ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন। ১৫ মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন।

♦) প্রতিদিন যে থালায় খাবার খান সেই থালা গরম জলে ধুয়ে নিন। কারণ গরম জলে জীবাণু ধ্বংস হয়। রান্না ঘরে ব্যবহৃত কাপড়ও গরম জলে ধুয়ে শুকনো করে ব্যবহার করুন।

♦) ২-৩ দিন অন্তর বিছানার চাদর, বালিশের কভার, সোফা, টিভি ইত্যাদির কভার পরিষ্কার করুন।

♦) বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার জামা কাপড় আলাদা করে ধোবেন। এবং ধোয়ার পর ডেটল জলে আবারও ভালো করে ধুয়ে আলাদা রাখবেন।

♦) নিয়মিত ঘর বাড়ি পরিষ্কার করার সময় নিজের মুখ, হাত, মাথা ঢেকে নিন। নোংরা হাতে নিজের চোখে মুখে হাত দেবেন না। এছাড়াও ঘর পরিষ্কারের পর ভাল করে হাত ধুয়ে নিন।

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়মিত মেনে চলুন। অযথা বাড়ি থেকে বের হবেন না। বার বার হাত ধোবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা