• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার ভয়ে পালিয়ে গেলেন প্যাথলজিস্ট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

বাগেরহাটের মোংলায় করোনা লক্ষণ থাকা রোগীকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কথা শুনে হাসপাতাল থেকে পালিয়েছেন প্যাথলজি বিভাগের এক কর্মকর্তা। গত ৮দিন আত্মগোপনে থাকা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) অনিমেষ শাহা না থাকায় বন্ধ রয়েছে প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার সব কার্যক্রম। আর তিনি পালিয়ে থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ রোগীরা।

তবে কাউকে না জানিয়ে সরকারের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খেকে দীর্ঘ ১১দিন পালিয়ে থাকা এ কর্মকর্তার বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে হাসপাতাল জুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানায়, কয়েকদিন যাবত প্যাথলোজিস্ট অনিমেষ শাহা হাসপাতালে অনুপস্থিত। সম্ভবত করেনা ভাইরাস সংক্রান্ত বিষয় একটু ভীত হয়ে পড়েছে। মোবাইল ফোনও বন্ধ, তবে তার স্ত্রী ফোনে যোগাযোগ করা হচ্ছে।

এ ব্যাপারে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ১১দিন পালিয়ে থাকার ঘটনাটি তার জানা নাই তবে ১৬ এপ্রিল দুপুরে অনিমেষ শাহার স্বেচ্ছায় অবসরের একটি আবেদন পেয়েছি। স্বেচ্ছায় অবসরের সময় হয়েছে কিনা বা সরকারের এ জাতীয় দুর্যোগ মুহূর্তে পালিয়ে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে, তারাই ব্যবস্থা গ্রহণ করবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা