• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘করোনারে চিনি না, শুনতেছি দেশ আইছে’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস সম্পর্কে ধারণাই নেই পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের। তবে জনপ্রতিনিধিরা বলছেন, মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় অনুপ্রবেশের মাধ্যমে এটি ছড়ালে পরিণাম হবে ভয়াবহ। তবে নৌবাহিনীর দাবি, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি করোনা সম্পর্কে দ্বীপবাসীকে সচেতন করা হচ্ছে।

দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্টমার্টিনে বসবাস করে ১০ হাজারের বেশি মানুষ। যাদের মধ্যে অধিকাংশই অশিক্ষিত ও হতদরিদ্র। বিশ্বে মহামারি এখন করোনা ভাইরাস। কিন্তু এ সম্পর্কে কোনো ধারণা নেই দ্বীপের বাসিন্দাদের।

মাস্ক কিংবা গ্লাভস ছাড়াই অবাধে ঘুরছে দ্বীপের বাসিন্দারা। দোকানপাট বন্ধ থাকলেও নেই সামাজিক দূরত্ব বজায় রাখা। আর ১০ শয্যার একটি হাসপাতাল থাকলেও নেই স্বাস্থ্য সেবার ব্যবস্থা।

একজন বলেন, করোনারে চিনিও না জানিও না। শুনতেছি দেশে আসছে।

দ্বীপটি মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় কোনো আক্রান্ত ব্যক্তি অনুপ্রবেশের মাধ্যমে এটি ছড়ালে পরিণাম হবে ভয়াবহ বলে মনে করছেন কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহমদ।

বানৌজা-বঙ্গবন্ধু অধিনায়ক ক্যাপ্টেন তানজিম ফারুক জানালেন, সীমান্তে সম্মিলিতভাবে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে দ্বীপবাসীকে সচেতন করছেন।

সেন্টমার্টিন দ্বীপে ১৪শ’ পরিবার থাকলেও করোনাভাইরাসের কারণে সহায়তা পেয়েছে মাত্র দুইশ’ হতদরিদ্র মানুষ।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা