• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় আক্রান্ত নেইমার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

একদিন পর আরেকটি দুঃসংবাদ শুনলো ফুটবল বিশ্ব। পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া ও লিওনার্দো পারদেসের পর করোনায় আক্রান্ত হলেন একই ক্লাবের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ নিয়ে পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ব্রাজিলিয়ান এ তারকা।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগ শেষে ছুটি কাটাতে স্পেনের ইবিজিয়া দ্বীপে যান পিএসজির ফুটবলাররা। সেখানে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া ও লিওনার্দো পারদেসের করোনা পরীক্ষার রিপোর্টে ফলাফল পজিটিভ আসে।

এরপর থেকেই নেইমার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছিল।ইএসপিএন জানিয়েছিল, যেহেতু ডি মারিয়া ও লিওনার্দো পারদেস করোনায় আক্রান্ত সেহেতু নেইমারও করোনায় আক্রান্ত হতে পারেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা