• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় কর্মহীন পরিবারে ইফতার সামগ্রী দিলো পাবলিক লাইব্রেরি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

শরণখোলায় করোনায় কর্মহীন ৪০টি হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে উপজেলা পাবলিক লাইব্রেরি। ছোলা, চিনি, চিড়া, মুড়ি, তেলসহ এসব ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন লাইব্রেরির স্বেচ্ছাসেবকরা। একই সাথে উপজেলার ২৫টি মসজিদে সাবান বিতরণ করে সংগঠনটি।

সোমবার সকাল ১০টায় লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় উপস্থিত ছিলেন রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী, লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক মো. রিয়াদুল ইসলাম সোহেলসহ লাইব্রেরির সদস্যবৃন্দ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এই কর্মসূচীর অন্যতম উদ্যোক্তা মো. রিয়াদুল ইসলাম সোহেল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শরণখোলা পাবলিক লাইব্রেরিতে শুধু জ্ঞান চর্চা নয়, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সম্পৃক্ত রয়েছে। তারই ধারাবহিকতায় করোনায় কর্মহীন হতদরিদ্র পরিবারের দুর্দশার কথা মাথায় রেখে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য ২৫টি মসজিদের অজুখানায় সাবান বিতরন করা হয়। সবার উৎসাহ এবং সহযোগিতা পেলে এধরণের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা