• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গোল বৃত্তের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে চরভদ্রাসন উপজেলার জন্য জিআর ৬ মেট্রিক টন চাউল ও নগদ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্য হতে চরভদ্রাসন বাজারের দোকান বন্ধ রাখার কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী, শারীরীক প্রতিবন্ধী, দিনমজুর এমন ৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল দেওয়া হয়।

এছাড়া তাদের হাতে শিশু খাদ্য হিসেবে ১ কেজি করে গুড়ো দুধ ও সদর ইউপি সদস্য বোরহান মোল্যার ব্যক্তিগত তহবিল হতে দেওয়া ৫০টি মাস্ক পৌঁছে দেন ইউএনও। এ সময় তিনি করোনা সম্পর্কিত বিষয়ে সচেতনামূলক বক্তব্য দেন ও পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, থানা পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গাফফার,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা