• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় নতুন আক্রান্তরা ভালো আছেন : আইইডিসিআর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই প্রবাসী বাংলাদেশি ভালো আছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসাধীন দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছরের কিছু বেশি। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। ৪০ বছর বয়সি আক্রান্ত ব্যক্তি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে দুজনের করোনাভাইরাস ধরা পড়ে। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ১০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চারজন রয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা