• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় মারা গেলেন মার্কিন গায়ক জো ডিফি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

কিছুদিন আগেই মার্কিন গায়ক জো ডিফির শরীরে পাওয়া যায় প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯। প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই শেষ করে গতকাল রবিবার (২৯ মার্চ) মারা গেলেন জো।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

এর আগে গত শুক্রবার জো ডিফি নিজেই ঘোষণা করেছিলেন তিনি করোনায় আক্রান্ত। আর তারপরই তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হতে থাকে। অবশেষ মৃত্যু হয় এই জনপ্রিয় মার্কিন কান্ট্রি সিঙ্গারের।

ডিফির জনসংযোগ কর্মকর্তা তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। জন্মসূত্রে ওকলাহোমার বাসিন্দা জো ডিফি। ২৫ বছর ধরে ওলে ওপরি’র সদস্য ছিলেন তিনি। এই গায়কের যে গানগুলি খুবই জনপ্রিয় হয়েছিল সেগুলি হল হংকি টংক অ্যাটিটিউড, প্রপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স, বিগার দ্যান দ্য় বিটলস, ইফ দ্য় ডেভিল ডান্সড। এর মধ্যে থার্ড রক ফ্রম দ্য সান ও হংকি টংক অ্যাটিটিউড খুবই হিট করেছিল।

৯০ এর দশকে কান্ট্রি মিউজিকে তার অবদান অনস্বীকার্য। অধিকাংশ মানুষেরই রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক থাকলে জ্বর বা সর্দি কাশি পর্যন্ত হয়ে তা নিজেই ঠিক হচ্ছে। কিন্তু বৃদ্ধদের জন্য করোনাভাইরাস ভয়ানক। এই ভাইরাস রীতিমতো নিউমোনিয়া ডেকে এনে মৃত্যু ঘটায়। সেরকমই ৬১ বছরের জো খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অবশেষে তাকে শেষ নিঃশ্বাস ফেলতে হল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা