• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কলাবাগান ছাত্রলীগের বিনামূল্যে খাবার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।

আর এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের কর্মসূচি পালন করেছেন কলাবাগান ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরপুল এলাকায় রিকশাচালকসহ দিন মজুরদের মাঝে খাবা বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই কেজি চাল, আধা কেজি ডাল, একটি সাবান, আধালিটার তেল দেয়া হয় প্রতিজনকে।

ধানমন্ডি ৩২, পান্থপথ, ল্যাবএইড ও সাইন্সল্যাবসহ বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার খাবার বিতরণ করে কলাবাগান ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন-কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক হাওলাদার মো. সাকিব ও আবু তালিম ভুইয়া।

কথা হয় রিকশাচালক যোবায়েরের সঙ্গে। তিনি বলেন, ‘দুপুর হয়ে গেল কিন্তু ক্ষেপ মারতে পারছি মাত্র তিনটা। এ দিয়া রিকশার জমা দিমু না বাজার করমু। এ খাবার পাওয়া ভালই হলো। যারা বড়লোক আছে তাদের আমনি আগাইয়া আশা উচিৎ।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা