• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কিছু লোক জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল জনগণের সঙ্গে কথা বলছেন। আর কিছু লোক জনগণকে সাহায্য করার পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে। সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে করোনাভাইরাস দুর্যোগকালীন ত্রাণ পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলালসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে প্রতিদিন সরকারের করোনা ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলছে। অথচ তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা পরিস্থিতি অনেকটা ভালো অবস্থানে পৌঁছেছে। কিছুলোক করোনা মোকাবিলায় জনগণকে সাহায্য না করে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির হাতে ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেন সাবেক যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা