• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কৃষকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের কারণে সংকট মোকাবিলায় প্রণোদনার আওতায় শস্য ও ফসল চাষে ৪ শতাংশ রেয়াতি সুদ হারে কৃষি ঋণ পাবে কৃষকরা।
সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়, আমদানি বিকল্প ফসলের পাশাপাশি ধান, গমসহ সব দানাদার শস্য, অর্থকরী ফসল, শাক-সবজি ও কন্দাল ফসল চাষের জন্যও এ ঋণ প্রদান করা হবে। এ সুবিধা চলমান ও নতুন ঋণ গ্রহীতা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ঋণের মেয়াদ চলতি বছরের পহেলা এপ্রিল হতে ২০২১ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ঋণ পরিশোধ করা না হলে পরবর্তীতে স্বাভাবিক সুদহার প্রযোজ্য হবে। মূলত ৯ শতাংশ সুদ হারে এ ঋণ কাঠামোর মধ্যে বাকি ৫ শতাংশ সুদ ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক হতে প্রণোদনা সুবিধা হিসেবে পাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা