• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কনকনে শীতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতমার প্রথম পর্ব। দেশের ৬৪টি জেলা ও বিদেশিসহ মাওলানা জুবায়ের অনুসারী লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এ ইজতেমায় নিচ্ছেন।

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে মুসল্লিদের ঢল নেমেছে। ইতোমধ্যে ইজতেমা ময়দান পূর্ণ হওয়ার পর মুসল্লিরা ময়দান পার্শ্ববর্তী কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত এবং আশপাশের খালি জায়গায় অবস্থান নিয়েছেন।

ইজতেমা ময়দানের মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুফুর রহমান জানান, শুক্রবার বাদ ফজর থেকে শীর্ষ মুরব্বি মাওলানা ওবায়দুল্লাহ খুরশীদ আম বয়ান করছেন। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। আজ জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের।

মূল বয়ান উর্দূতে হলেও ইজতেমায় আগত বিভিন্ন দেশের ভাষাভাষী মুসল্লিদের জন্য স্ব স্ব ভাষায় তাৎক্ষণিক বয়ান তরজমা করা হচ্ছে।

ইজতেমা ময়দান এবং এর আশ পাশ এলাকায় যতদূর চোখ যায় শুধু পাঞ্জাবি আর টুপি পরা মানুষের সমাগম। ইজতেমার এ পর্বে যোগ দিতে কনকনে শীত, কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে গত মঙ্গলবার থেকে দলে দলে ময়দানে এসেছেন মানুষ।

বৃহস্পতিবার ময়দান পূর্ণ হয়ে গেলে ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা ময়দান পার্শ্ববর্তী সড়ককের ফুটপাত-কামারপাড়া সড়কে ও খালি জায়াগায় সামিয়ানা টানিয়ে আবস্থান নিয়েছেন। মুসল্লিদের আসা এখনো অব্যাহত রয়েছে। আগত দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণনায় শিল্প শহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

বিশ্ব ইজতেমায় পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পুরো ইজতেমা ময়দান সিসি ক্যামেরা ও ওয়াচটাওয়ারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা পর্যবেক্ষণ করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, শৃঙ্খলা ও নিরাপত্তা বাজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত করা হয়েছে।

নিরাপত্তায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে নয় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ওয়াচ টাওয়ার, ফুটপেট্রোল, মোবাইল পেট্রোল চেকপোস্টসহ পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা ইজতেমা ময়দানের ভেতরে এবং বাইরে দায়িত্ব পালন করছে।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের শুরা সদস্য ও বুজর্গরা বয়ান পেশ করবেন। মূল বয়ান উর্দূতে হলেও তাৎক্ষণিকভাবে তা বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে।

বিদেশি মুসল্লিদের জন্য বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে নিবাস তৈরি করা হয়েছে। ইজতেমায় বিভিন্ন ভাষাভাষি মুসুল্লীরা আলাদা আলাদা স্থানে অবস্থান নিয়েছেন।

আরো দুই মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমায় যোগদেয়া আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী। বৃহস্পতিবার গভীর রাতে তাদের মৃত‌্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইয়াকুব শিকদার (৮৫) নামে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার এক মুসল্লি মারা যান।

এদিকে ইজতেমা শুরুর দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে জুম্মার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও অনেক মুসল্লি আগেই ইজতেমাস্থলে এসেছেন।

সকাল থেকে ঢাকা-গাজীপুরসহ আশে-পাশের এলাকার বিপুল সংখ্যক ইজতেমাস্থলে জুম্মার নামাজে অংশ নিতে আসছেন।

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামি ১২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই ইজতেমায় মাওলানা সা’দ অনুসারী মুসল্লিগণ অংশ নেবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা