• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় খাদ্যসামগ্রী পেলো করোনায় মৃতের পরিবারসহ ৪০ পরিবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

খুলনায় করোনায় মৃতের পরিবারসহ লকডাউনে থাকা ৪০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। 

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুরের মিল্কী দেয়াড়া গ্রামে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা এসব পরিবারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এ খাদ্যসামগ্রী দেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে এসব খাদ্যসামগ্রী রূপসার আইচগাতী পুলিশ ফাঁড়ির আইসি মো. ইব্রাহিমের কাছে হস্তান্তর করা হয়।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও করোনায় মৃত ব্যক্তির দুই ছেলের জন্য প্রয়োজনীয় ফলমূল, দুধসহ সুষম খাবার পাঠানো হয়েছে।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, করোনার এ দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা মেনেই করোনায় মৃতের পরিবারসহ লকডাউনে থাকা পরিবারগুলো যাতে খাদ্য সঙ্কটে না পরে সেজন্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে তাদের খাদ্যদ্রব্য ও ইফতার পাঠানো হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত দুই ছেলের জন্য সুষম খাবার পাঠানো হয়েছে। তাদের মায়ের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কোনো কিছুর প্রয়োজন হলে জানানোর জন্য বলা হয়েছে।

রূপসার মিল্কী দেয়াড়া এলাকায় করোনা ভাইরাসে মঙ্গলবার (২১ এপ্রিল) ৪৩ বছর বয়সী একব্যক্তির মৃত্যু হয়। তার দুই ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের জন্য খাদ্যদ্রব্যের পাশাপাশি ফলমূল, দুধসহ সুষম খাবার পাঠানো হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা