• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

খুলনা মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে সিটি করপোরেশন প্রধান প্রধান সড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে এ স্প্রে করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

তিনি জানান, প্রতিদিন জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটাবে পুলিশ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা