• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গবেষণা: এই সময় সর্দি কাশির সেরা দাওয়াই চকলেট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০  

আবহাওয়া পরিবর্তনের জন্য এই সময়টাতে সবাই ভুগছেন সর্দি কাশিতে। এরপর আছে করোনার ভয়। একটু ঠাণ্ডা লাগলেই মনে করছেন করোনায় বুঝি সংক্রমিত হয়েছেন। তবে ভয় নেই সর্দি-কাশি হলেই আপনি করোনায় আক্রান্ত নন। এমনিতেও হতে পারে। তবে এই সময় সর্দি-কাশি হলে আর চিন্তা নেই। এর সেরা দাওয়াই চকলেট। এমনটাই বলছেন গবেষকরা।  

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হাল-এর হৃদরোগ ও শ্বাসযন্ত্র বিভাগের প্রধান অ্যালিন মরিস জানান, সর্দি-কাশির সমস্যা নিরাময়ে ওষুধের অন্যতম উপাদান কোকোয়া। তার মতে, বাজারের ডার্ক চকলেটে কোকোয়ার পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। যা সর্দি-কাশির সমস্যা নিরাময়ের ক্ষেত্রে সহজ সমাধান হতে পারে। চকলেটে রয়েছে সর্দি-কাশির সমাধান।  

চকলেটে থাকা কোকোয়ার মধ্যে রয়েছে থিওব্রমিন নামে এক বিশেষ ধরনের উপাদান। যা খুসখুসে কাশির জন্য দায়ি পাতলা শ্লেষ্মাকে ঘন আঠালো আস্তরণে পরিণত করে। ফলে এই সমস্যা দূর হয়। এছাড়াও চকলেট গলার ভিতরে একটা আঠালো আস্তরণ তৈরি করে। ফলে আক্রান্ত স্নায়ুপ্রান্তগুলো ঢাকা পড়ে গিয়ে গলা খুসখুসের সমস্যা বন্ধ হয়ে যায়।  

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের মতে, সর্দি-কাশির ওষুধে ব্যবহৃত কোডিনের চেয়ে চকলেটে থাকা কোকোয়া এইসমস্যার দ্রুত সমাধান দিতে পারে। সাধারণ ওষুধের চেয়ে কোকোয়া বেশি আঠালো হয়। তাই এটি গলার মধ্যে তুলনামূলক পুরু আস্তরণ তৈরি করতে সক্ষম হয়। ফলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। শিশুরাও এই সমস্যায় চকলেট খেতে পারবে।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা