• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গাইবান্ধায় ৭৩৮ মামলায় ৬ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

গাইবান্ধায় চলতি মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৩৮ মামলার বিপরীতে ৬ লাখ ৯৪ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৭ জনকে বিভিন্ন মেয়াদে
সাজা দেয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মূলত ১ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত জেলার ৭টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় লকডাউন অমান্য করা, অবৈধ বালু উত্তোলন, বেশি দামে পণ্য বিক্রিসহ সরকারের বিভিন্ন নির্দেশনা না মানায় ওই সব মামলা ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, জরিমানাকৃত টাকা ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে নির্দিষ্ট কোডে জমা করা হয়েছে। করোনা সংক্রমণ মোকাবিলা ও রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান চলমান থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা